বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের আঞ্চলিক পর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে চট্টগ্রাম জেলা দল। গতকাল চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের তরুণরা একরকম উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ মৌলভীবাজার জেলা দলকে। চট্টগ্রামের জয় ৮ উইকেটের। দিনের প্রথম সেশনে দারুন বোলিং করেছে চট্টগ্রামের বোলাররা। ফলে প্রতিপক্ষ মৌলভীবাজার জেলা দল মোটেও সুবিধা করতে পারেনি। টসে জিতে ব্যাট করতে নামা মৌলভীবাজার জেলা দলর ব্যাটসম্যানদের শুরু থেকেই দাড়াতেই দেয়নি চট্টগ্রামের বোলাররা। ফলে একের পর এক সাজঘরে ফিরতে থাকে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা। বিশেষ করে সাদমানের দুর্দান্ত বোলিং এর মুখে পড়ে ৩৪.৪ ওভারে মাত্র ৬৮ রানে অল আউট হয়ে যায় মৌলভীবাজার জেলা দল । দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করে সুজেল। এছাড়া কাউসার ১৪, জামিল ১৩ এবং সাকিব ১২ রান ছাড়া বাকি কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। চট্টগ্রাম জেলা দলের পক্ষে সাদমান ২২ রানে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিংকে ধসিয়ে দিয়েছে। এছাড়া ২টি করে উইকেট নিয়েছে জুনাইদ এবং আশরাফুল। একটি করে উইকেট নিয়েছে ওয়াকি উদ্দিন এবং হিমেল। মাত্র ৬৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার মেহেদী এবং আবদুল্লাহ মিলে যোগ করেন ৪০ রান। মেহেদী ১৬ এবং আবদুল্লাহ ১৭ রান করে ফিরেন। এরপর তালহা এবং সুহাদ মিলে দলকে জয়ের বন্দরে পৌছে মাত্র ১৫.২ ওভারে। তালহা ১৪ এবং সুহাদ ৯ রানে অপরাজিত থাকেন। মেলৈভী বাজার জেলা দলের পক্ষে একটি করে উইকেট নিয়েছে আশরাফুল এবং আজগর। চট্টগ্রাম জেলা দলের সাদমান বিন খালেদ তার দুর্দান্ত বোলিং এর জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়। আগামী ৪ নভেম্বর আঞ্চলিক পর্বে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম জেলা দল কক্সবাজার জেলা দলের মুখোমুখি হবে। চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার শাহ পরান নিশান জানিয়েছেন তার দলের খেলোয়াড়রা টানা দুই ম্যাচে জিতে দারুন উচ্ছসিত। শেষ ম্যাচটাও জিতে শাতভাগ জয় নিয়ে এই পর্ব শেষ করতে চায় ক্রিকেটাররা। আর সে লক্ষেই তারা পরের ম্যাচে মাঠে নামবে জানিয়েছেন শাহ পরান নিশান।