চট্টগ্রামের ছেলে দিপুর টেস্ট অভিষেক

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের টেস্ট দলে যোগ হলো চট্টগ্রামের আরো একজন ক্রিকেটার। তামিম, রাব্বি, নাঈমের পর এবার টেস্ট ক্যাপ পরলেন চট্টগ্রামের আরেক ছেলে শাহাদাত হোসেন দিপু। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছে চট্টগ্রামের এই তরুণের। চট্টগ্রামের ইস্পাহানী একাডেমির হয়ে ক্রিকেট খেলা শুরু করা দিপু ছিলেন ২০২০ সালে অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। এরপর বিসিবি একাডেমি দল, হাই পারফরম্যান্স দল এবং বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন। বিশেষ করে লংগার ভার্সনের ক্রিকেটের জন্য তাকে বেশ উপযুক্ত এবং কার্যকরী ভাবা হয়। তার টেকনিক এবং ব্যাটিং স্টাইল লংগার ভার্সন ক্রিকেটের জন্য একেবারেই মানানসই বলে ধরে নেওয়া হয়। সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেট লিগে খেলেছেন দিপু চট্টগ্রাম বিভাগের হয়ে। সেখানেও বেশ ভাল পারফরম্যান্স করেছেন। তারই পুরস্কার হিসেবে জায়গা করে নেয় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে। গতকাল প্রথম টেস্টে অভিষেকও হয়ে গেছে দিপুর। তবে অভিষেকটা ঠিক সেভাবে রাঙাতে পারেননি চট্টগ্রামের এই তরুণ। আউট হয়ে গেছেন ৫৪ বলে ২৪ রান করে। তিনটি চার মেরেছেন তিনি। নিউজিল্যান্ডের অভিজ্ঞ সব বোলারদের দারুন দক্ষতার সাথে মোকাবেলা করলেও গ্লেন ফিলিপসের বলেন সহজ ক্যাচ দিয়ে ফিরেন দিপু।

অথচ যতক্ষণ খেলছিলেন এই তরুণ ততক্ষণ বেশ দৃঢ়তার পরিচয় দিচ্ছিলেন। কিন্তু অভিষেক ম্যাচে ইনিংসটা বড় করতে পারলেননা। যদিও এখনো সুযোগ রয়েছে আরো বড় ইনিংস খেলার। যেহেতু আরেকটি ইনিংস খেলার সুযোগ রয়েছে দিপুর। চট্টগ্রামের পটিয়া উপজেলার মনশা গ্রামের ছেলে দিপু চট্টগ্রাম এবং ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে দারুন পারফর্ম করে থাকেন। গতকাল তার মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন বর্তমান বাংলাদেশ দলের সবচাইতে অভিজ্ঞ ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক কক্সবাজারের ছেলে মোমিনুল হক সৌরভ। এই দলে শাহাদাত হোসেন দিপু ছাড়াও চট্টগ্রামের আরো একজন ক্রিকেটার রয়েছেন। তিনি হলেন স্পিনার নাঈম হাসান। এবারের জাতীয় লিগে দারুণ পারফর্ম করে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন এই স্পিনার। ফলে বেশ কয়েক সিরিজ বিরতির পর তিনি আবার ফিরেছেন টেস্ট দলে। তামিম এবং রাব্বি থাকলে চট্টগ্রামের ক্রিকেটারের সংখ্যাটা চার হতে পারতো। যদিও কক্সবাজারের ছেলে মোমিনুল এবং হাসান মুরাদকে সহ ধরলে এই টেস্টের দলে বৃহত্তর চট্টগ্রামের ক্রিকেটার রয়েছেন চারজন। কেবলই শুরু করা দিপুর টেস্ট ক্যারিয়ার অনেক লম্বা হবে তেমনটাই প্রত্যাশা চট্টগ্রামের ক্রিকেট প্রেমীদের।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত কমিটির প্রথম সভা নিয়ে অনিশ্চয়তা
পরবর্তী নিবন্ধগোয়েন্দা উপগ্রহ এবার হোয়াইট হাউজ পেন্টাগনের ছবি পাঠিয়েছে : উত্তর কোরিয়া