চট্টগ্রামের উন্নয়নে সেবা সংস্থাগুলোকে বাস্তবমুখী পদক্ষেপের আহ্বান

পয়ঃনিষ্কাশন সংক্রান্ত কর্মশালায় মেয়র

| শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, কোনরকম অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার দিয়ে পয়ঃনিষ্কাশন সম্ভব নয়। এক্ষেত্রে সেবাটাই গুরুত্বপূর্ণ। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে গেলে সকল সেবামূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত চিন্তা-চেতনার প্রতিফলন ঘটাতে হবে। ২০৩০ সালের মধ্যে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার যে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে তা বাস্তবায়নের ক্ষেত্রে চসিকের কী কী সহায়তা প্রয়োজন তা আগে থেকে ধারণা দিতে হবে। গতকাল বৃহস্পতিবার টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত পয়ঃনিষ্কাশন সংক্রান্ত এক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইটি এন বুয়েটের অধ্যাপক ড. তানভীর আহমেদ, ড. মো. আশরাফ আলী, চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মো. শহীদুল আলম প্রমুখ।
মেয়র আরো বলেন, শুধুমাত্র কর্ম-পরিকল্পনা করে কোন কিছু বাস্তবায়ন সম্ভব হয় না। এক্ষেত্রে সকলের সহযোগিতা ও নাগরিক সচেতনতা প্রয়োজনকে গুরুত্ব দিতে হয়। নগরীর যে অবকাঠামোগত অবস্থা আছে এবং সে অবস্থাকে বিবেচনায় নিয়ে পরিকল্পনাগুলোকে সাজাতে হবে। তা করতে পারলে প্রকল্প বাস্তবায়নে ভোগান্তির আশঙ্খা থাকে না। তিনি পাহাড়, নদী, সাগরবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্য্যকে সুরক্ষা করে চট্টগ্রামের উন্নয়ন সম্পর্কিত সংস্থাগুলোকে বাস্তবমুখী কর্মপরিকল্পনা প্রনয়ণের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগে কর্মশালা
পরবর্তী নিবন্ধমিথিলার বিরুদ্ধে নির্মাতার অভিযোগ