চট্টগ্রামের উন্নয়নে অর্থায়ন করতে চায় আইএফসি

| শুক্রবার , ৩১ মে, ২০২৪ at ৯:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের উন্নয়নে অর্থায়ন করতে চায় ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন (আইএফসি)। গতকাল বৃহস্পতিবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতে আইএফসির প্রতিনিধি দল এ তথ্য জানায়। ৩ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান আইএফসির প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট অফিসার মাইকেল লিন শেং, কনসালটেন্ট এম এমদাদুল হক, অপারেশন্স অফিসার সায়েফ তানজিম কাইউম।

এসময় মেয়র বলেন, আইএফসি চাইলে সরকারের অনুমোদনক্রমে চট্টগ্রামের আবাসন খাতের উন্নয়নে বিনিয়োগ করতে পারে। বিশেষ করে চট্টগ্রামে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় শহর দ্রুত সমপ্রসারিত হচ্ছে। এক্ষেত্রে আইএফসি বিনিয়োগ করে নতুন ‘স্মার্ট শহর’’ গড়ে তুলতে পারে যেখানে শিক্ষা, চিকিৎসাসহ সব ধরনের নাগরিক সেবা উপস্থিত থাকবে। চট্টগ্রামে একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার গড়ে তুলতে পারে আইএফসি। এছাড়া, গণপরিবহন, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা খাতেও বিনিয়োগ করতে পারে আইএফসি।’

জবাবে প্রতিনিধি দলটি জানায়, আইএফসি ‘পিপিপি’ মডেলে বিনিয়োগে আগ্রহী। চসিকের সাথে আলোচনা সাপেক্ষে চট্টগ্রামের অবকাঠামো খাতে বিনিয়োগ করতে আগ্রহী আইএফসি। সভায় চসিকের পক্ষে উপস্থিত ছিলেন সচিব মো. আশরাফুল আমিন, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির, প্রধান প্রকৌশলী শাহিনউলইসলাম। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধকৌশলে পিন নম্বর নিয়ে ভাতার টাকা আত্মসাৎ
পরবর্তী নিবন্ধপ্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহ্বান