চট্টগ্রামের আরও ১২ জনের ডেঙ্গু শনাক্ত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের গতকাল নতুন করে আরো ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭১১ জন। এছাড়া মারা গেছেন ৩ জন।

গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যমতে, চলতি জুলাই মাসে আক্রান্ত হন ২৬৬ জন। এছাড়া চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে ৩২৭ জন নগরীর এবং ৩৯৪ জন জেলার বাসিন্দা। এছাড়াও আক্রান্তদের মধ্যে ৩০২ জন পুরুষ, ২০১ জন নারী এবং ১১৬ জন শিশু রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিমান দুর্ঘটনা এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত
পরবর্তী নিবন্ধসাবেক ইসি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মোবারকের ইন্তেকাল