দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহের জন্য চট্টগ্রামের প্রায় সংসদ সদস্য এবং নতুন মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই এখন ঢাকায়। আজ শনিবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণের প্রথমদিনেই মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিতে চান অনেকেই। আজ সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম কিনতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনবেন। সকালে প্রথম ফরমটি তিনিই সংগ্রহ করবেন। নিজ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধনও করবেন তিনি। এরপর দলের মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, সশরীরে মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।
তিনি বলেন, শনিবার ১৮ নভেম্বর থেকে ২১শে নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। আগামী ২১শে নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির উপরে মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয় উল্লেখ করতে হবে।
এদিকে আজ প্রথমদিনেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের জন্য চট্টগ্রামের প্রায় মনোনয়ন প্রত্যাশী ঢাকায় চলে গেছেন। অনেকে আজ সকালে যাবেন। আবার বেশ কয়েকজন সংসদ সদস্য আগামীকাল রবিবার এবং সোমবার নেবেন বলে জানিয়েছেন।
চট্টগ্রাম–১ মীরসরাই আসন থেকে ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও মনোনয়ন বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির কাছে গতকাল মনোনয়নের ব্যাপারে জানতে চাইলে তিনি আজাদীকে বলেন, নির্বাচন আমি করবো না, আমার ছেলে মাহবুবুর রহমান রুহেল করবে। আমিতো মনোনয়ন বোর্ডে আছি। আজকেও (গতকাল) মনোনয়ন বোর্ডের সভা ছিল। আমিও ছিলাম। আমি নেত্রীকে (আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বলেছি। দেখা যাক। রুহেল কালকে (আজ শনিবার) মনোনয়ন নিবে।
রাঙ্গুনিয়া আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আগামীকাল রোববার দুপুর ১২টায় দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ। হাছান মাহমুদের মনোনয়ন ফরম সংগ্রহ উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ আজ ঢাকায় যাবেন।
এদিকে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী আজ প্রথমদিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানিয়েছেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ক্রীড়া সংগঠক সুমন দে। তিনি বলেন, এমপি সাহেব (এবিএম ফজলে করিম চৌধুরী) ঢাকায় আছেন। আমরা সবাই সকালে ঢাকায় যাবো। কালকে (আজ শনিবার) ফরম নিয়ে বিকাল ৪টার মধ্যে আবার জমা দিয়ে দিবো। এবিএম ফজলে করিম চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করবেন এই উপলক্ষে রাউজান থেকে অনেকেই ঢাকায় যাচ্ছেন। উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল কুমার পালিত এবং রাউজান উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ক্রীড়া সংগঠক সুমন দে সহ অনেকেই আজ সকালে ঢাকায় যাচ্ছেন।
পটিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর পরই নিজের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানিয়েছেন। তিনি আজাদীকে বলেন, আমার পটিয়া থেকে কয়েকশ নেতাকর্মী আসবেন। পটিয়ার জেলা আওয়ামী লীগের নেতা, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরভার কাউন্সিলর, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছসেবক লীগ, শ্রমিক লীগের নেতারা আসবেন। তারা নিজেরা প্রস্তুতি নিয়ে চলে আসবেন। হুইপ সামশুল হক চৌধুরীর মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, জেলার আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ, জেলা আওয়ামী লীগের সদস্য রাশেদ মনোয়ার, জেলা আওয়ামী লীগের সদস্য বিজন চক্রবর্তী, আবু সালেহ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল খালেক, সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছিরসহ অনেকেই ঢাকায় যাচ্ছেন বলে জানিয়েছেন এম এজাজ চৌধুরী।
এদিকে চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম থেকে আজ শনিবার ঢাকায় যাবেন। তিনি আগামীকাল রবিবার অথবা সোমবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিবেন বলে জানিয়েছেন।
চট্টগ্রাম–১৪ আসনের (চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়া আংশিক) সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীর পক্ষে আজ সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তাঁর ছেলে নাফিজ বিন ইসলাম চৌধুরী মনোনয়ন সংগ্রহ করবেন বলে জানিয়েছেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরীর এপিএস সুব্রত বড়ুয়া।
এদিকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীনও আজ দলীয় মনোনয়ন নিতে ঢাকায় যাচ্ছেন। সকালে তিনি ঢাকায় যাবেন এবং দলীয় মনোনয়ন ফরম নিয়ে জমা দিবেন বলে জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ। নোমান আল মাহমুদ বলেন, আমিও শনিবার প্রথমদিন মনোনয়ন ফরম নেবো। আ.জ.ম. নাছির উদ্দীনসহ আমরা সকালে ঢাকায় যাবো। আ.জ.ম নাছিরের সাথে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরীও যাবেন বলে জানান তিনি।
চট্টগ্রাম–১০ (ডবলমুরিং–খুলশী ) আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু আজাদীকে বলেন, শনিবার থেকে দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। শুরুর দিনই দলীয় মনোনয়নপত্র নিব।
উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম আজ চট্টগ্রাম–৫ (হাটহাজারী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ ও ২ নম্বর ওয়ার্ড) আসন থেকে দলীয় মনোনয়ন ফরম নেবেন বলে জানিয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বেদারুল আলম চৌধুরী বেদার। তিনি বলেন, সালাম ভাই ঢাকায় গেছেন। শনিবার মনোনয়ন ফরম সংগ্রহ করে ওইদিন বিকালে অথবা রোববার জমা দেবেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়া একাংশ) আসনের মনোনয়ন প্রত্যাশী মফিজুর রহমান আজাদীকে বলেন, আমি শনিবার দলীয় মনোনয়ন নিব। আমার পক্ষে নেয়ার জন্য ঢাকায় আমাদের কয়েকজন নেতা আছেন তারা সংগ্রহ করবেন। আমি রবিবার নিজে গিয়ে জমা দেবো।
এদিকে মীরসরাই–১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন আগামীকাল রবিবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানিয়েছেন। তিনি আজাদীকে বলেন, দলীয় মনোনয়ন নিব। যদি নেত্রী (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) মনোনয়ন দেন তাহলে মীরসরাইয়ে ভোট বিপ্লব হবে। মানুষ অনেক আশা করে আছেন। মানুষ আমাকে এতো ভালোবাসেন তা কেউ না দেখলে বুঝতে পারবে না।
উল্লেখ্য, এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা।
‘দলের মনোনয়ন যিনি পাবেন, তিনিই নির্বাচন করবেন’ : আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড দলীয় প্রার্থী চূড়ান্ত করবে বলে জানান শেখ হাসিনা। গতকাল শুক্রবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যাদের মনোনয়ন দেওয়া হবে, তারাই নির্বাচন করবে। জনগণের ভোট পাব– এই আশা আমার আছে। এ বিশ্বাস জনগণের উপর আছে। তা না হলে ১৪ বছরে যে উন্নতিটা করেছি, আজকে যে বদলে যাওয়া বাংলাদেশ– এটাকে ওরা আগুন দিয়ে ধ্বংস করবে, পোড়াবে। যাতে পোড়াতে বা ধ্বংস করতে না পারে– সেদিকেও জনগণকে সচেতন থাকতে হবে।’