চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে হাইকোর্টে তলব

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ জুন, ২০২৪ at ৭:৪৩ পূর্বাহ্ণ

আদালতের রায় লঙ্ঘন করে প্রজ্ঞাপিত বনভূমিতে জাহাজ ভাঙা ইয়ার্ডের ইজারা চুক্তি পুনর্বহাল করায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইয়াছমিন পারভীন তিবরীজির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৯ জুলাই তাকে সশরীর উপস্থিত হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। গতকাল আদালত অবমাননার মামলার প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিকআলজালিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ রুল জারি করে এ আদেশ দেন। আদালতের নির্দেশ লঙ্ঘন করে প্রজ্ঞাপিত বনভূমিতে জাহাজ ভাঙা ইয়ার্ড নির্মাণের উদ্দেশ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) কর্তৃক জেলা প্রশাসন কর্তৃক বাতিলকৃত চুক্তি পুনর্বহালের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আদালত অবমাননার মামলাটি দায়ের করে। বেলা’র পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ আশরাফ আলী এবং তাঁকে সহযোগিতা করেন এডভোকেট এস হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম আদালতে ইভ্যালির রাসেল ও শামীমার কারাদণ্ড
পরবর্তী নিবন্ধঅ্যাপসে লুডু খেলা নিয়ে থাপ্পড় পরে প্রতিশোধ নিতে খুন