চট্টগ্রামস্থ নাটোর জেলা সমিতির আলোচনা সভা

| শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামস্থ নাটোর জেলা সমিতির এক আলোচনা সভা এবং পরিচিতি শনিবার (২০ সেপ্টেম্বর) নগরীর পাঁচলাইশস্থ পুলিশ প্লাজায় অনুষ্ঠিত হয়। পরিচিতি পর্বে পর্বে উপস্থিত ছিলেন নাটোরের সন্তান চট্টগ্রাম মহানগর পুলিশের এডিশনাল কমিশনার আশফিকুজ্জামান আখতার, ডেপুটি পুলিশ কমিশনার আমিরুল কবির।

নাটোরের দুই কৃতী সন্তানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নাটোর জেলা সমিতি চট্টগ্রামের মহিলা সম্পাদিকা এবং সীতাকুণ্ড মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রধান শামীমা নার্গিস পপি।

সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা সমিতির সভাপতি শিল্পপতি মোখলেছুর রহমান সপু, সাধারণ সম্পাদক শেখ আবদুস সোবহান, সহ-সভাপতি তৌহিদুর রহমান তোতা, গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মতিন, ইঞ্জিনিয়ার অচিন্ত চক্রবর্তী, উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সরকার আবদুল্লাহ আজম, শেখ মুমতাজুল হক বাবুল, সাহিত্য সম্পাদক আঃ আজিজ, অর্থ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান আখতার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএনসিটি নিয়ে ফ্যাসিস্ট সরকারের সিদ্ধান্ত থেকে সরে আসেন : ইকবাল হোসেন
পরবর্তী নিবন্ধএক দশক পর চাকসুর অনার বোর্ডে ফিরল মান্নার নাম