চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ভূমিকম্প

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ জুন, ২০২৪ at ৭:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় গতকাল মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ২টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ডে অনুভূত এ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫। তবে ভূমিকম্পে কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা আজাদীকে জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইক নামক স্থানে। এটি ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ঢাকা থেকে ৪৪১ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে।

এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য মতে ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে। রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, কুমিল্লা ও সিলেটও ভূমিকম্প অনুভূত হয় বলে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়। এর আগে মিয়ানমারের একই এলাকায় গত ২৯ মে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্পেও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান কেঁপেছিল।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর এ কে সিদ্দিকী বালিকা বিদ্যালয় জাতীয় পর্যায়ে প্রথম
পরবর্তী নিবন্ধরেমালে চট্টগ্রামে ৪২ কোটি ৭২ লাখ টাকার ক্ষয়ক্ষতি