চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প 

কেন্দ্রস্থল মিয়ানমারে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩০ মে, ২০২৪ at ৬:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ দেশের কয়েকটি স্থানে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, গতকাল সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে রিখটার স্কেলে ৫.৪ মাত্রার এ ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার পূর্বে মিয়ানমারের উত্তরপশ্চিমাঞ্চলের মাওলাইক জেলার ৩১ কিলোমিটার পূর্বদক্ষিণপূর্বে ভূমিকম্পের উৎপত্তি। এর কেন্দ্রস্থল ভূমি থকে ১০৩ কিলোমিটার গভীরে বলেও পর্যবেক্ষণ কেন্দ্র সূত্র জানিয়েছে। চট্টগ্রামে ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধচবি ছাত্রলীগের ২৩ জনকে শোকজ প্রশাসনের
পরবর্তী নিবন্ধশান্তিপূর্ণ ভোটে বিচ্ছিন্ন সহিংসতা