চট্টগ্রামসহ তিন বিভাগে শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ

| মঙ্গলবার , ২৫ অক্টোবর, ২০২২ at ৭:৩২ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তের তথ্য গতকাল রাতে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞিপ্তিতে ঘূর্ণিঝড় কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। খবর বিডিনিউজের।
এতে বলা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানও বন্ধ থাকবে। ভারি বর্ষণ আর স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস সঙ্গী করে বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত
পরবর্তী নিবন্ধঝড়ের তোড়ে নোঙর করা ১৩ নৌকা ডুবি