চকরিয়া উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ১ জানুয়ারি, ২০২২ at ৮:১১ পূর্বাহ্ণ

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূিচ গ্রহণ করেছে চকরিয়া উপজেলা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উত্তর হারবাং আজিজনগর থেকে খুটাখালী এবং চকরিয়া পৌরশহর থেকে বদরখালী পর্যন্ত পর্যন্ত প্রায় ৬৪ কিলোমিটার সড়কে মোটর শোভাযাত্রা, রোড মার্চসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে গতকাল শুক্রবার সন্ধ্যায় চিরিঙ্গায় দলের উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপি। দলের উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সভাপতি মোকতার আহমদ, সৈয়দ আলম কমিশনার, রফিকুল ইসলাম, উপজেলার প্রচার সম্পাদক আবু মুছা, কাকারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত ওসমান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, নূরে হোছাইন আরিফ, মাঈন উদ্দিন চৌধুরী, হেলাল উদ্দিন হেলালী, মনজুরুল কাদের, মেহরাজ উদ্দিন মিরাজ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআজ চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের ২৯ বছর পূর্তি উৎসব
পরবর্তী নিবন্ধতথ্য প্রযুক্তি সেক্টরে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে : এমপি লতিফ