চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারি রিকশা জব্দ করা হয়। গতকাল বুধবার সকালে মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী সেনা ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে এই বিশেষ তল্লাশি অভিযান চালায় থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দম্পতি হলেন, কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জহির আলম ও তার স্ত্রী শাহেনা বেগম (৪৬)। তারা চকরিয়ার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, সকালে মহাসড়কের ওই এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় মহাসড়ক হয়ে ব্যাটারি রিকশা করে তারা চকরিয়া পৌরশহরের বাস টার্মিনালে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে পুলিশের তল্লাশি চৌকিতে আটকা পড়েন। এ সময় তাদের কাছ থেকে একটি কালো ব্যাগ, একটি বাটন ফোন ও ব্যাটারি রিকশাটি জব্দ করা হয়। চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার অভিজিত দাসের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেন এসআই আবুল খায়ের ও এসআই মো. সোহরাব সাকিবসহ পুলিশের একটি আভিযানিক দল।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধভিপি-জিএস পদে এগিয়ে শিবির
পরবর্তী নিবন্ধএবার এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষক-কর্মচারীরা