চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদারুল ইসলাম সিকদারকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাংলা বাজার এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে চকরিয়া সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তিনি বলেন, গ্রেপ্তার দিদারুল ইসলামের বিরুদ্ধে চকরিয়া থানায় ৪টি রাজনৈতিক মামলা ও ২টি অস্ত্রের মামলা রয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।












