চকরিয়ায় লোহা কেটে ১০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ৬:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ভোররাতে বাড়ির জানালার লোহা কেটে ভেতরে ঢুকে তিন ভাইয়ের একান্নবর্তী পরিবারের সর্বস্ব লুট করে নিয়েছে দুর্ধর্ষ ডাকাতদল। এ সময় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে লুট করে নেয় তিন ভাইয়ের বাড়ির আলমারিতে থাকা অন্তত ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকা ও বাড়ির বাইরে ও ভেতরে থাকা সিসি ক্যামেরা ভেঙে দেয় এবং নিয়ে যায় ডিভিআর সেটও।

আজ বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের মাদরাসা পাড়ার একান্নবর্তী পরিবারের তিন ভাই ব্যবসায়ী বেলাল উদ্দিন ও হেলাল উদ্দিন এবং ইঞ্জিনিয়ার মৌলভী জালাল উদ্দিনের বাড়িতে এই ডাকাতির ঘটনাটি ঘটে।

ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে দিশাহারা ভুক্তভোগী ইঞ্জিনিয়ার মৌলভী জালাল উদ্দিন জানান- তাদের বাড়ির বাইরে চারিদিকে এবং ভেতরে সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা রয়েছে।

বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে ১০-১২ সদস্যের মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাতদলটি তাদের বাড়িতে হানা দেয়। কিন্তু সিসি ক্যামেরার কারণে তারা বাড়ির একটি রুমের জানালার লোহা কেটে ভেতরে ঢুকে পড়ে ৪-৫ জন ডাকাত। এ সময় নারী-শিশুসহ পরিবার সদস্যদের ঘুম ভেঙে গেলে অস্ত্রের মুখে জিম্মির পর একটি রুমে চলে যেতে বাধ্য করে।

এরপর ডাকাতদলের সদস্যরা তিন ভাইয়ের রুমে থাকা আলমারির চাবি নিয়ে খুলে অন্তত ১০ ভরি স্বর্ণ, নগদ আড়াই লাখ টাকা, তিনটি এনড্রয়েড মোবাইলসহ দামি মালামাল লুট করে।

ভুক্তভোগী ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন আরও বলেন, ‘আমাদের বাড়িতে কেন সিসি ক্যামেরা লাগিয়েছি, তা জানতে চেয়ে ডাকাতদলের এক সদস্য আমাকে একটা চড় মারেন। তবে পরিবারের অন্য সদস্যদের গায়ে হাত তুলেনি ডাকাতেরা। এ সময় তারা নির্বিঘ্নে মালামাল লুট করে পালিয়ে যায়।

এদিকে খবর পেয়ে চকরিয়া থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় পুলিশ অকুস্থল থেকে ডাকাতির বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

ওই বাড়িতে যাওয়া চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহরাব সাকিব দৈনিক আজাদীকে বলেন, ‘ডাকাত কবলিত বাড়ির সদস্যরা বৃহস্পতিবার দুপুরে থানায় এসে বিষয়টি জানানোর পর ওসির নির্দেশে ওই বাড়ি পরিদর্শন করেছি। এ সময় ডাকাতি হওয়ার তথ্যের সত্যতা পাওয়া গেছে।’

এসআই সোহরাব সাকিব আরও বলেন, ‘পরিদর্শনসহ সংগৃহীত তথ্য-উপাত্তের বিষয়ে ওসিকে অবহিত করা হয়েছে।’

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘মৌখিক অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে ডাকাতির ঘটনায় মামলা রুজু করা হবে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্তসহ তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধখুলশী থানার ওসি আফতাব হোসেনকে প্রত্যাহার
পরবর্তী নিবন্ধপ্রতারণা মামলায় সাহাবা হজ্ব এজেন্সির মালিক গ্রেপ্তার