চকরিয়ায় মাছ ধরতে এসে লাশ হলেন ঈদগাঁওয়ের জেলে

নিখোঁজের ২১ ঘণ্টা পর উদ্ধার

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৪:৫৮ পূর্বাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও থেকে মাছ ধরতে চকরিয়ার ডুলাহাজারায় আসেন এক জেলে। তিনি ডুলাহাজারা ছড়াখালের বহলতলী ঘাটে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। বড়শিতে কোন সমস্যা দেখতে পাওয়ায় হঠাৎ করে তিনি ছড়াখালে ঝাঁপিয়ে পড়েন। এর পর থেকেই মূলত তিনি নিখোঁজ হয়ে পড়েন। শেষপর্যন্ত চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে নিখোঁজের প্রায় ২১ ঘন্টা পর ওই জেলের লাশ উদ্ধার করে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে একইস্থান থেকে লাশটি উদ্ধারের পর জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিসের লোকজন।
মারা যাওয়া জেলের নাম নূর মোহাম্মদ (৩৬। তিনি কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও থানার ভাদিতলা গ্রামের মৃত আবদুল আজিজের পুত্র।
ডুলাহাজারা ইউনিয়নের বহলতলী ঘাট এলাকার বাসিন্দারা জানান, গত রবিবার সকাল দশটার দিকে কয়েকজন জেলে বড়শি দিয়ে মাছ ধরছিলেন ডুলাহাজারা ছড়াখালের বহলতলী ঘাটে। এ সময় জেলে নূর মোহাম্মদ হঠাৎ ছড়াখালে ঝাঁপ দিয়ে আর উঠেননি। তখন খালে উজান থেকে নেমে আসা পানির স্রোত ছিল বেশি।
স্থানীয়রা আরো জানান, তারা জেলে নূর মোহাম্মদকে তাৎক্ষণিক উদ্ধারে ছড়াখালে তল্লাশি চালালেও কোন হদিস না পাওয়ায় ফায়ার সার্ভিস ও ৯৯৯ এ ফোন দেন। এর পর ফায়ার সার্ভিসের লোকজন তল্লাশি চালালেও কোন হদিস না মেলায় শেষপর্যন্ত চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে খালে তল্লাশি চালায়। দীর্ঘ প্রচেষ্টার পর গতকাল সোমবার সকাল ৯টার দিকে ওই জেলের লাশ উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরি দল।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকগুলোতে লম্বা লাইন উপেক্ষিত স্বাস্থ্যবিধি
পরবর্তী নিবন্ধকরোনাকালেও হোম কনজাম্পশন বন্ডে রেকর্ড রাজস্ব আদায়