চকরিয়ায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ৮ জানুয়ারি, ২০২১ at ৫:৪৯ পূর্বাহ্ণ

চকরিয়া পৌরশহরের বাস টার্মিনাল ও তদসংলগ্ন এলাকায় যাত্রীসাধারণসহ সর্বস্তরের মানুষের নিরাপত্তা, পুলিশি সেবা প্রদান এবং চুরি-ছিনতাইসহ অপরাধকর্ম রোধে স্থাপন করা হয়েছে বিট পুলিশিং কার্যালয়। কঙবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের সার্বিক সহযোগীতায় মাস্টার পাড়ায় এর কার্যালয় স্থাপন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে কঙবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান এর কার্যক্রম উদ্বোধন করেন। চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়েরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কঙবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম। থানার অপারেশন অফিসার মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার মো. তফিকুল আলম। বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, আমার কাছে তথ্য রয়েছে, ঘুষ-বাণিজ্য ছাড়াই চকরিয়া ও পেকুয়ার মানুষ পুলিশি সেবা পাচ্ছেন। কোনো মামলা বা জিডি করতে গেলে পুলিশকে টাকা দিতে হচ্ছে না। যা আমাদের জন্য সৌভাগ্যের এবং বিরল ঘটনা। তাই পুলিশের যে কোনো কাজে এবং সমস্যায় আমি ব্যক্তিগতভাবে পাশে থাকার চেষ্টা করি। ইতোমধ্যে চকরিয়া এবং পেকুয়া থানায় যেসব সমস্যা বিদ্যমান ছিল তা একে একে সমাধান করে দিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধশুল্ক কমল চালের, বাড়ল পেঁয়াজের
পরবর্তী নিবন্ধদ্রুত টিকা আনার সব চেষ্টা করছি : প্রধানমন্ত্রী