চকরিয়ায় বাস-জিপ সংঘর্ষে বিক্রয়কর্মী নিহত, আহত ২

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও পণ্যবোঝাই জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও জিপের চালকসহ ২ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মহাসড়কের মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফরিদুল আলম (৫০)। তিনি চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাজীর পাড়ার মৃত আবদুল গণির পুত্র এবং আকিজ কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়ার বাসিন্দা ও জিপ চালক আবদুল হাকিম (৪৫), কাজীর পাড়ার বাসিন্দা সেকাব উদ্দিন সাকিব (২০)

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাসড়কের মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান। তিনি জানান, চকরিয়ামুখী পণ্যবোঝাই জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসের। এ সময় দুটি গাড়িই তীব্র গতিতে থাকায় সংঘর্ষের সময় সম্মুখস্থল দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আকিজ ফুড এন্ড বেভারেজের সেলসম্যান ফরিদুল আলম। আহত হন জিপের চালক ও সহকারী। তাদেরকে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই সড়ক থেকে গাড়ি দুটি সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। নিহতের লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসেই চোর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএক বছরে ১২ মামলার চার্জশিট