চকরিয়ায় মারছা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী তানবিরুল ইসলাম সায়মন (২২) নামে এক কলেজ শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। তবে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায় অপর আরোহী। গতকাল মঙ্গলবার সকাল এগারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলী নতুন রাস্তার মাথায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ বাস ও মোটরসাইকেল জব্দ এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহত শিক্ষার্থী তানবিরুল ইসলাম সায়মন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মধ্যম বরইতলীর নাছির মুখের ঘাটার তাজুল ইসলাম লসুর ছেলে। সে বরইতলী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে এসএসসি পাস করার পর বর্তমানে চট্টগ্রামের এমইএস কলেজে অধ্যয়রত।
মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ এবং আইনি প্রক্রিয়া শেষে বিকেলে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।