চকরিয়ায় পাহাড়ের বনভূমি থেকে বালু উত্তোলনে সৃষ্ট গর্তের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে ৪ বছরের শিশু। গতকাল বুধবার দুপুর বারোটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নস্থ কক্সবাজার উত্তর বনবিভাগের নিয়ন্ত্রণাধীন ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বনবিট এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর নাম সিদ্রাতুল মুনতাহা। সে স্থানীয় রাজঘাট গ্রামের মোহাম্মদ সাগরের কন্যা। খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান গর্তের পানিতে ডুবে শিশু মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, এলাকায় প্রভাব–প্রতিপত্তি থাকা একটি সিণ্ডিকেট পাহাড় সাবাড় ও পাদদেশে গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। এতে সৃষ্ট গর্তের পানিতে ডুবে শিশু সিদ্রাতুল মুনতাহা মারা যায়।