চকরিয়ায় গাছ চাপায় দিনমজুরের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ২৯ জানুয়ারি, ২০২২ at ৮:৩১ অপরাহ্ণ

চকরিয়ায় গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে এক দিনমজুর মারা গেছেন। আজ শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মুহুরী পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত দিনমজুরের নাম মোহাম্মদ বাপ্পি (৩৬)। তিনি একই ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইসলামনগর এলাকার জাফর আলমের পুত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মক্কী ইকবাল হোসেন। তিনি জানান, শনিবার সকালে মুহুরীপাড়ার শামসুল আলমের বসতবাড়িতে গাছ কাটতে যান বাপ্পি। গাছ কাটার সময় অসতর্কাবস্থায় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় শর্ট সার্কিটের আগুনে পুড়েছে বসতঘর
পরবর্তী নিবন্ধকরোনায় দেশে প্রাণ গেলো আরও ২১ জনের