আধুনিক ও তথ্য–প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন করাসহ স্মার্ট শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তোলার লক্ষ্যে চকরিয়া উপজেলার মাধ্যমিক স্তরের (মাদরাসাসহ) ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৮৭ জন মেধাবী শিক্ষার্থী পেয়েছে মোবাইল ট্যাবলেট। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার স্বরূপ এই মোবাইল ট্যাবলেট আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে এসব শিক্ষার্থীর মাঝে। ঈদের আগে এসব মোবাইল ট্যাবলেট হাতে পাওয়ার পর শিক্ষার্থীদের মাঝে বেশ উচ্ছ্বাস–উৎসাহ দেখা যায়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে গতকাল সোমবার উপজেলা পরিষদের সুগন্ধা হলরুমে এই মোবাইল ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও জেপি দেওয়ান। অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, জেলা সহকারি পরিসংখ্যা কর্মকর্তা ফারুকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নুরুল কবির (চকরিয়া), সাইফুল ইসলাম (লামা), মিসবাউল ইসলাম মুন্না (সদর), চকরিয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, হিসাবরক্ষণ কর্মকর্তা নন্দন পাল, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক তপন মল্লিক প্রমুখ।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নুরুল কবির জানান, সরকার সারাদেশে এসব মোবাইল ট্যাবলেট দিয়ে জনশুমারির কার্যক্রম সম্পন্ন করেন। এর পর সেই মোবাইল ট্যাবলেটগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার স্বরূপ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের বিভাগভিত্তিক ১, ২ও ৩ নম্বর মেধাক্রমের শিক্ষার্থীদের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। সেই হিসেবে প্রতিটি প্রতিষ্ঠানের ১৮ জন করে মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয়েছে এই মোবাইল ট্যাবলেট।
তিনি আরও জানান, উপজেলার ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর ৭৮৭ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে এই মোবাইল ট্যাবলেট। তন্মধ্যে দুটি (বালক ও বালিকা) সরকারি উচ্চ বিদ্যালয়, ৩৪টি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয় এবং ২৩টি মাদরাসা রয়েছে।