চকরিয়া-পেকুয়ায় মাওলানা আহমদ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

| শনিবার , ২৬ অক্টোবর, ২০২৪ at ৬:১৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়াপেকুয়ায় মাওলানা আহমদ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পেকুয়া পূর্ব মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চকরিয়া গ্রামার স্কুলের দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র সচিব অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন আমাদেরকে জানান, মোট ২টি কেন্দ্রে ১২৮০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে চকরিয়া কেন্দ্রে ৯৮০ জন ও পেকুয়া কেন্দ্রে ৩০২ জন।

এ বৃত্তি পরীক্ষা পেকুয়া বহুমুখী পল্লী উন্নয়ন সংস্থা পরিচালিত ২৭তম আয়োজন। সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার শাহাদাত হোছাইন বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে আমরা এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে যাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে ডিসিপ্লিন বাংলাদেশের ন্যায্যমূল্যের কাঁচাবাজার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অজগর উদ্ধার