বিএনপির স্থায়ী কমিটির সদস্য, চকরিয়া–পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চকরিয়া উপজেলা ছাত্রদল। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় অনুষ্ঠিত এ সমাবেশে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. হাবিবুল্লাহ মিছবাহ ও সাবেক সদস্য সচিব সরওয়ার আলম ছরু। এসময় অন্যদের মধ্যে উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি পৌরশহরের জনতা শপিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে থানার রাস্তার মাথায় সিস্টেম কমপ্লেক্স চত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে মো. হাবিবুল্লাহ মিছবাহ বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নির্দেশে ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরার বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ৬২ দিন নিখোঁজ থাকার পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে ফেলে আসে ফ্যাসিস্ট সরকারের বাহিনী। দীর্ঘ ৯ বছর পর নির্বাসিত জীবন শেষে তিনি দেশে ফিরে আসেন। উনার দোষ ছিল আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বলছিলেন এবং দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছিলেন। এখনো দেশের স্বার্থ রক্ষায় তিনি কাজ করে যাচ্ছেন। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। মূলত সারাদেশে তাঁর যে অসামান্য জনপ্রিয়তা তা সহ্য করতে না পেরে বর্তমানে কিছু সুযোগ সন্ধানী ও গণতন্ত্র বিরোধী গোষ্ঠী তাঁর নামে নানা কুৎসা রটনা করছে। তাকে কল্পিত র–এর এজেন্ট বানিয়ে নানা অপবাদ দিচ্ছে।
সমাবেশে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে কোনো প্রকার অপপ্রচার সহ্য করা হবে না। দেশের জনগণকে সাথে নিয়ে ছাত্রদল সবধরনের অপচেষ্টা রুখে দেবে। প্রেস বিজ্ঞপ্তি।