চকরিয়ায় সাঈদী, পেকুয়ায় রাজু ঈদগাঁওয়ে তালেব জয়ী

আজাদী ডেস্ক | বুধবার , ২২ মে, ২০২৪ at ১০:০৭ পূর্বাহ্ণ

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও নবগঠিত ঈদগাঁও উপজেলা নির্বাচন। গতকাল মঙ্গলবার (২১ মে) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এই তিন উপজেলায় দুটিতে আওয়ামী লীগের এবং একটিতে বিএনপির প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চকরিয়ায় আলহাজ্ব ফজলুল করিম সাঈদী দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পেকুয়ায় তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সদস্য শাফায়াত আজিজ রাজু। নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু তালেব।

আমাদের চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ জানান, চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১১৪টি কেন্দ্রের মধ্যে সিংহভাগ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা না গেলেও উল্লেখযোগ্য সংখ্যক ভোটার ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীক নিয়ে দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফজলুল করিম সাঈদী। তিনি ভোট পেয়েছেন ৫৯ হাজার ৯৫৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক সংসদ সদস্য জাফর আলম। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮ হাজার ২৮২ ভোট। ব্যবধান হচ্ছে এক হাজার ৬৭১ ভোট। এদিকে নারী ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন জাহানারা পারভীন। অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন বেলাল উদ্দিন শান্ত।

আমাদের কক্সবাজার প্রতিনিধি এম.এ আজিজ রাসেল জানান, পেকুয়ায় ২২ হাজার ৯৬১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সদস্য ঘোড়া প্রতীকের প্রার্থী শাফায়াত আজিজ রাজু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনারস প্রতীকের প্রার্থী রোমানা আকতার। তিনি পেয়েছেন ১৮ হাজার ১৮৭ ভোট। এছাড়া দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম সজীব ৬ হাজার ১৭৯, মোটর সাইকেল প্রতীকের আবুল কাশেম ৬ হাজার ৬৭৩ ও টেলিফোন প্রতীকের এস,এম গিয়াস উদ্দিন ৪৮৯ ভোট পেয়েছেন। এখানে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাহাবুবুল করিম। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলসি প্রতীকের প্রার্থী ইয়াছমিন সুলতানা।

১৬ হাজার ৬৭২ ভোট পেয়ে নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু তালেব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামশুল আলম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৬৩৮ ভোট। এছাড়া অন্য চেয়ারম্যান প্রার্থী সেলিম আকবর আনারস প্রতীকে নিয়ে ৬ হাজার ২১ ভোট, কুতুব উদ্দিন চৌধুরী দোয়াত কলম প্রতীক নিয়ে ১ হাজার ৪৫ ভোট ও নুরুল কবির ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২০৭ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের প্রার্থী আহমদ করিম সিকদার। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলসি প্রতীকের প্রার্থী কাউসার জাহান জেসমিন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এই তিন উপজেলায় ২০২ কেন্দ্রে মোট ভোটার ছিল ৫ লাখ ৮৫ হাজার ১৬৩ জন।

পূর্ববর্তী নিবন্ধঈদগাঁওয়ে নির্বাচনী সহিংসতা, ছুরিকাঘাতে প্রাণ হারালেন ১
পরবর্তী নিবন্ধএবার উপজেলায় হারলেন সাবেক এমপি জাফর