চকরিয়ায় সম্পত্তি লিখে না দেওয়ায় স্বামীর মুখ ফাটালেন স্ত্রী

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ২৭ নভেম্বর, ২০২৪ at ৯:৩৫ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ষাটোর্ধ্ব মোহাম্মদ হোসেন ধর্মপ্রাণ ব্যক্তি। তিনি প্রতিনিয়ত তাবলীগ জামাতের অধীনে বিভিন্ন স্থানে চিল্লায় যান।

এই কারণে স্ত্রীসহ পরিবারের সদস্যরা তাকে চাপ প্রয়োগ করতে থাকেন নিজের নামে থাকা সমুদয় ভূসম্পত্তি তাদের নামে লিখে দিতে। সেই চাপে রাজি না হওয়ায় এবার পিটিয়ে নাক-মুখ ফাটিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

স্ত্রী মনোয়ারা বেগম এবং দুই সন্তান রিদুয়ানুল হক ও সাহেদুল ইসলাম মিলে এই কাণ্ড ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে আজ বুধবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মোহাম্মদ হোসেন।

তাঁর বাড়ি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ায়। ভুক্তভোগী মোহাম্মদ হোসেন ওই পাড়ার আলী আহমদের পুত্র। বুধবার সকাল এগারটার দিকে এই হামলার ঘটনা ঘটে।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, এই অমানবিক নির্যাতনের শিকার মোহাম্মদ হোসেনের অভিযোগ তদন্ত করা হচ্ছে। প্রাথমিক সত্যতা নিশ্চিত হলেই মামলা রুজু করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আইনজীবী হত্যায় কালও আদালত বর্জন, সমিতির ৬ সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধআলিফের কবর জেয়ারতকালে অঝোর ধারায় কাঁদলেন হাসনাত ও শাহজাহান চৌধুরী