চকরিয়ায় রেলে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:১৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় রেললাইনে কাটা পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে চকরিয়া পৌরসভার পশ্চিম করাইয়াঘোনা হামিদআলী পাড়া এলাকার রেললাইনে এই ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম চকরিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের করাইয়াঘোনা এলাকার মো. জামাল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এসএম শহিদুল ইসলাম।

স্থানীয়রা জানায়, ইব্রাহিম মানসিক প্রতিবন্ধী ছিলেন।

তিনি ভবঘুরে জীবনযাপন করতেন। গত শুক্রবার রাতে রেললাইনে বসে ছিলেন।

হঠাৎ চট্টগ্রামগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে লাইনে কাটা পড়ে ইব্রাহিম মারা যান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম
পরবর্তী নিবন্ধহালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচর্যা অভিযান