চকরিয়ায় পিকআপ ভর্তি ৪০ বস্তা সার জব্দ

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৩ ডিসেম্বর, ২০২৪ at ৯:৩৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়া থেকে অন্যত্র পাচারের সময় পরিত্যক্ত অবস্থায় মিনি পিকআপ ভর্তি ৪০ বস্তা টিএসপি সার জব্দ করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাসেম আলী মিয়াজিপাড়া এলাকা থেকে সারসহ পিকআপটি জব্দ করা হয়। চকরিয়া থানা পুলিশ জানায়, বুধবার রাতে সড়কের পাশে মিনি পিকআপ ভর্তি সার দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ৪০ বস্তা টিএসসি সার ও পিকআপটি জব্দ করে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন বলেন, গাড়ির চালক সারগুলো পাচারের উদ্দেশ্যে মহেশখালী উপজেলায় নিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছে।

পূর্ববর্তী নিবন্ধমুনীর চৌধুরী
পরবর্তী নিবন্ধনগরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য আটক