কক্সবাজারের চকরিয়ায় খামার বাড়িতে সশস্ত্র ডাকাতদল হানা দিয়ে ১৫ লক্ষ টাকা মূল্যের ৬টি মহিষ লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় খামার মালিক সাহারবিল ইউনিয়নের কোরালখালী গ্রামের পারভেজের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে গত শনিবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে ১৪ জনের নামোল্লেখ ছাড়াও অজ্ঞাত আসামি দেখানো হয়েছে ৮ জনকে। এতে উল্লেখ করা হয়– চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কদ্দা ছড়াস্থ খামার বাড়িতে গত শুক্রবার বিকেলে মহিষ লুটের এই ঘটনাটি ঘটে। এতে খামার মালিকের মাথায় হাত উঠেছে।
থানায় দায়েরকৃত অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন– সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরালখালী গ্রামের বেলাল, কামাল, আবদু মালেক বাবু, নুরুচ্ছফা, রিয়াজ, সিফাত, হেলাল, কাইছার, নুরুল হক, আব্দু জলিল, পূর্ব বড় ভেওলার কদ্দা ছড়াস্থ নয়াপাড়ার ফরিদ, সাকিব, পইল্লা পাড়ার মারুফুল ও বাপ্পি।
লিখিত অভিযোগে দাবি করা হয়েছে– তার স্বামী পারভেজ পার্শ্ববর্তী পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কদ্দা ছড়ায় মহিষসহ গবাদি পশুর খামার গড়ে তুলে জীবিকা নির্বাহ করেন। কিন্তু গত শুক্রবার বিকেলে তার (বাদী) স্বামীর অনুপস্থিতির সুযোগে সশস্ত্র সন্ত্রাসীরা খামারে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় এবং খামারের পরিচালক আবদুর রহিমকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বড় সাইজের ৬টি মহিষ লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এ এম রকীব উর রাজা বলেন, খামার মালিক পক্ষের করা লিখিত অভিযোগ খতিয়ে দেখা হবে। সত্যতা নিশ্চিত হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।