চকরিয়ায় দুর্লভ প্রজাতির বিলুপ্তপ্রায় চার বন্যপ্রাণী উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ৩০ মার্চ, ২০২৪ at ২:৩২ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় দুর্লভ প্রজাতির বিলুপ্তপ্রায় চারটি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। ২৯ মার্চ সকালে সাহারবিল থেকে এসব প্রাণী উদ্ধার করে অবমুক্ত করে র‌্যাব। র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী উদ্ধারে র‌্যাব-১৫, কক্সবাজারের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চকরিয়া থানার কোরালখালি এলাকায় একটি বাড়িতে কবুতরের খাঁচায় দুর্লভ প্রজাতির বিপন্ন প্রায় চারটি বন্যপ্রাণী আটকে রাখা হয়েছে।

খবর পেয়ে সকালে র‌্যাব-১৫, বান্দরবান ক্যাম্পের একটি চৌকস আভিযানিক ওই স্থানে একটি অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বাড়িতে চারটি বিলুপ্ত প্রায় প্রাণী উদ্ধার করতে সক্ষম হয়। চার উদ্ধার হওয়া বন্যপ্রাণীর মধ্যে ছিল একটি লাম চিতা, একটি গন্ধগোকুল এবং একজোড়া সাদা বক।

পরে বন্যপ্রণীগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করার উদ্দেশ্যে বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ইয়াবা লেনদেনের বিরোধে বন্ধুকে গু’লি করে হ’ত্যা
পরবর্তী নিবন্ধপেকুয়ায় লবণবাহী ট্রাক জব্দ