চকরিয়ায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় অজ্ঞাত গাড়ি চাপায় নিহত অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। এ সময় তার একটি পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার খুটাখালী মেদাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইন্সপেক্টর কউসিক আহমেদ জানান, সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত গাড়ির চাপায় তিনি নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্ত করতে আঙ্গুলের ছাপ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া লাশের ময়নাতদন্ত করা হবে। পরিচয় না পেলে কক্সবাজারস্থ আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধবিদায়ী নির্বাচন কমিশনারদের গাড়িতে জুতা নিক্ষেপ