চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় গভীর রাতে ঢাকাগামী আইকনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় পৃথক স্থানে ২ জনের মৃত্যু হয়েছে। গত রোববার দিবাগত রাত একটার পর চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রাস্তার মাথা ও পৌরসভা বাস টার্মিনালের কাছে কোচপাড়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজন দারোয়ান ও অপরজন পথচারী বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন, চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিকদার পাড়ার মোহাম্মদ আলীর পুত্র মো. আবদুল মালেক (৪২) এবং চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের লক্ষ্যারচর সিকদার পাড়ার মৃত তজির আহমদের পুত্র ও বাস টার্মিনালের দারোয়ান জাফর আলম (৬০)।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী আইকনিক পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো–ব–১৩–২৪৮১) চকরিয়ার ফাঁসিয়াখালী রাস্তার মাথায় পৌঁছলে বাসের মালামাল রাখার ডালা খুলে গিয়ে পথচারী আব্দুল মালেককে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। একই বাসটি ডালা খোলা অবস্থায় চকরিয়া পৌর বাস টার্মিনালের কাছে কোচপাড়া রাস্তায় মাথায় পৌঁছলে টার্মিনালের দারোয়ান জাফর আলমকেও ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় ঘাতক বাসটি জব্দসহ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। হাইওয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।