কক্সবাজারের চকরিয়ার হারবাং ইউনিয়নের নাথপাড়ার মাঝখানের স্টেশনের বাড়ির সামনে অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও একটি সিএনজি টেক্সি আগুনে পুড়ে গেছে। স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে নাথপাড়া ও ধরপাড়া স্থানীয়দের মধ্যে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে চারটার মধ্যেই একে একে আগুন লাগানোর ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের কাছে পৌঁছুতেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এলাকাবাসী। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পাড়াটির অন্তত ২০টি বসতবাড়ি। প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান দৈনিক আজাদীকে বলেন, ‘সরজমিন পরিদর্শনের সময় আগুন লাগানোর ঘটনাটি পরিকল্পিত বলে মনে হয়েছে। তবে কারা সঠিক কী উদ্দেশ্যে এই ঘটনা সংঘটিত করতে পারে তা তদন্তসাপেক্ষ বিষয়। তাই এই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী দেখভাল করছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে উপজেলা প্রশাসন। আগুন লাগার ঘটনাটি যদি পরিকল্পিত হয়ে থাকে তাহলে অবশ্যই জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।’
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ঘটনাটি পরিকল্পিত বলে প্রতীয়মান হচ্ছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা বের করার কাজ শুরু করেছে পুলিশ। ওই পাড়াসহ আশপাশের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।’