চকরিয়ায় ইজিবাইকের ধাক্কায় পথচারী বৃদ্ধ নিহত

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

চকরিয়ায় ব্যাটারীচালিত ইজিবাইকের (টমটম) ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামের ১ পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা বিবিরখিল সড়কে এই ঘটনা ঘটে।নিহত আবুল কাশেম বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পহরচাঁদা বিবিরখীলের মৌলভীর দোকান এলাকার বাসিন্দা আবুল শরীফের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার নিজের ফসলি জমিতে কাজ করতে যাওয়ার সময় পিছন থেকে আসা একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আবুল কাশেম।বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান ইজিবাইকের ধাক্কায় এক বৃদ্ধ নিহতের বিষয়টি নিশ্চিত করছেন।

পূর্ববর্তী নিবন্ধএনবিআর ভাগ : আলোচনা ‘ফলপ্রসূ হয়নি’, ফের অবস্থান কর্মসূচি
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের ত্রৈমাসিক সভা