চকরিয়ায় আবারও তিনটি গরু চুরি

সর্বশেষ ১০ দিনে চুরি হল ১৪টি

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ২ জুন, ২০২৪ at ৭:৫০ পূর্বাহ্ণ

চকরিয়ায় প্রতিরাতেই ঘটছে গরু চুরির ঘটনা। এবার একসঙ্গে চুরি করা হয়েছে তিনটি বড় সাইজের গরু। এই ঘটনায় গরুর মালিক গতকাল শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে শনিবার ভোররাতে উপজেলার বিএমচর ইউনিয়নের মুবীন পাড়ার বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মোহাম্মদ খিজিরের বাড়ির গোয়াল ঘর থেকে একসঙ্গে এসব গরু চুরির ঘটনা ঘটেছে। বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বদিউল আলম জানান, বিএমচর ইউনিয়নেরই একটি গরুচোর সিন্ডিকেট পরিকল্পিতভাবে ছাত্রলীগ কর্মী খিজিরদের বাড়ির গোয়ালঘর থেকে চুরি করে নিয়ে যায়। তিনি দাবি করেছেন, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর হয়ে কাজ করছিলেন। সেই প্রতিশোধ হিসেবে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে ছাত্রলীগ কর্মীর খিজিরদের গোয়ালঘর থেকে গরুগুলো চুরি করে। এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বিএমচর ইউনিয়নে তিনটি গরু চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর গরুগুলো উদ্ধারে বাদীপক্ষের লোকজনকে সাথে নিয়ে পুলিশ সম্ভাব্য স্থানে অভিযান চালাচ্ছে। এদিকে সম্প্রতি অনুষ্ঠিত উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় উপজেলাজুড়ে হঠাৎ করে গরু চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় ব্যাপক উদ্বেগ প্রকাশ করেন ১৮টি ইউনিয়নের চেয়ারম্যানরা। প্রতিটি ইউনিয়নে গড়ে ওঠা গরু চোর সিন্ডিকেটের রাশ টানাসহ চুরি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশের আন্তরিক হস্তক্ষেপ চান জনপ্রতিনিধিরা।

গত ১০ দিনে উপজেলার বিভিন্ন স্থানে কৃষকের গোয়াল ঘর থেকে অন্তত ১৪টি গরু চুরির ঘটনা সংঘটিত হয়েছে। তদ্মধ্যে একটি গরুও উদ্ধার বা গরু চোর সিন্ডিকেটের কোনো সদস্যকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সংবাদ পত্র হকার্স ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা
পরবর্তী নিবন্ধপেকুয়ায় ২টি এলজিসহ অস্ত্র ব্যবসায়ী আটক