কক্সবাজারের চকরিয়া উপজেলায় দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় কামাল উদ্দিন (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল তিনটার দিকে চকরিয়া–বদরখালী সড়কের সাহারবিল ইউনিয়নের চোয়ারফাঁড়ি বাজারে এই দুর্ঘটান ঘটে। নিহত কামাল উদ্দিনের বাড়ি নাটোর জেলায়। তাঁর পিতার নাম সাত্তার তালুকদার। তিনি চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনার কমিশনারপাড়া গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন।
নিহত কামাল উদ্দিনের শ্যালক মোহাম্মদ সেলিম বলেন, তিনি দীর্ঘ ৩০বছর ধরে চকরিয়ায় ব্যবসা–বাণিজ্য করতেন। চোয়ারফাঁড়িতে তিনি লবণের আড়তদারের কাছে নিয়মিত যেতেন। গতকাল সোমবার বিকেলে ব্যবসায়িক কাজে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দেন। এতে তিনি মাথা, হাত ও পা–সহ পুরো শরীরে মারাত্মকভাবে আঘাত পান। এ সময় প্রচুর রক্তক্ষরণ হয় তার। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘সড়ক দুর্ঘটনার তথ্য আমাদের কেউ জানায়নি। নিহতের পরিবার থেকেও কোনো অভিযোগ করেনি।’