চকরিয়ার উপকূলীয় ইউনিয়ন বদরখালীর বাজার পাড়ায় সম্প্রতি অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশাহারা হওয়া ৯টি পরিবারের পাশে দাঁড়িয়েছে কোস্ট ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সংস্থার পক্ষ থেকে প্রতি পরিবারকে ৫ হাজার করে নগদ অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন আঞ্চলিক সমন্বয়কারী মো. রুবেল হাসান, চকরিয়া এলাকা ব্যবস্থাপক আবদুর রহমান, ম্যানেজার (প্রশাসন) নির্মল কান্তি পাল, বদরখালী এলাকা ব্যবস্থাপক মোরশেদ আলম। উপস্থিত ছিলেন বদরখালী নৌ–পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক (এসআই) সুবল দে, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমির হোসেন, বদরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক আলী আজম বাহাদুর প্রমুখ।
এ সময় সংস্থাটির কর্মকর্তারা অগ্নিদুর্গত ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য,এর আগে উপজেলার পূর্ব বড় ভেওলা কাসেম আলী মিয়াজী সিকদার পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ২২ পরিবারের পাশে দাঁড়িয়েছিল কোস্ট ফাউন্ডেশন।