চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন চকবাজার থানা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি শুরু করেছে থানা সমন্বয় কমিটি। সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে গতকাল এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নোমান আল মাহমুদ বলেন, শুধুমাত্র যে কোনো ভাবে ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়া কোনো রাজনৈতিক দল ও রাজনীতিকের অভীষ্ট্য লক্ষ্য হতে পারে না। আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ। আন্দোলন–সংগ্রামের মধ্য দিয়েই এবং জাতির ঐতিহাসিক প্রয়োজনে আওয়ামী লীগ জন্মগ্রহণ করেছে এবং জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় বলেই আওয়ামী লীগের বিকল্প কোনো রাজনৈতিক মঞ্চ নেই। তিনি আরো বলেন, জনসম্পৃক্ততা হলো জনকল্যাণমুখী রাজনীতির প্রধান শর্ত। তাই তৃণমূল স্তরের নেতাকর্মীদের রাজনৈতিক ইস্যুর বাইরে স্থানীয় ভিত্তিক সমস্যাগুলোর দিকেও নজর দিতে হবে এবং এগুলোর সমাধানে সংসম্পৃক্ততা বাড়িয়ে তাদেরকে দলের পতাকা তলে টেনে আনতে হবে। এতেই অঞ্চলভিত্তিক দলীয় সাংগঠনিক ভিত্তি মজবুত হবে। স্থানীয় নেতৃত্বে তারাই আসবেন যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে এবং দল ও দেশের কঠিন সময়ে যারা জনগণের পাশে ছিলেন তারা। মনে রাখতে হবে কেউ জোর করে বা অনাকাঙ্ক্ষিত প্রভাব খাটিয় নেতৃত্বে আসতে চাইলে তাকে প্রত্যাখ্যান করার জন্য মানসিকতা অর্জন করতে হবে। এতেই সংগঠন গতিশীল ও শুদ্ধাচারী হবে। চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনসারুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জুবাইরা নার্গিস খান, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম, নির্বাহী সদস্য জাফর আলম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের মোজাহেরুল ইসলাম চৌধুরী, শাহেদুল আজম শাকিল প্রমুখ।