চকবাজার কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার মাহফিল এবং শপথ অনুষ্ঠান গত ২ মার্চ নগরীর চকবাজারে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. ইসমাইল হোসেন সিরাজী। সমিতির সেক্রেটারি জেনারেল নাজমুল হায়দার ও সহ–সেক্রেটারি জাহেদুল আলম চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ কে এম ফজলুল হক। বক্তব্য দেন সমিতির সহ–সেক্রেটারি মো. জাবিদ আহছান। নির্বাহী কমিটির সদস্যদের শপথ পাঠ করান মেরন সান ট্রাস্ট অ্যান্ড মেরিট বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ।
এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আকবর খান, সমিতির উপদেষ্টা একেএম সালাউদ্দিন কাউছার লাবু, ইউসুফ বাহার চৌধুরী, মো. জহির উদ্দিন ও মো. রেজাউল হক চৌধুরী, মতি টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মো. রেজাউল করিম, জামায়াত নেতা মোহাম্মদ ইলিয়াস, ব্যবসায়ী সাইদুর রহমান, মো. কামাল উদ্দিন প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন একেএম আরিফুল মাওলা। সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির সহসভাপতি মোহাম্মদ তারেক শাহ ও পারভেজ উদ্দিন, সহ–সেক্রেটারি মো. জসিম উদ্দিন, মেজবাহ নুর ইজাজ, আয়ূব কায়ছার, আহমদ শফি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।