চকবাজার ওয়ার্ডের উপনির্বাচন ৭ অক্টোবর

ভোট গ্রহণ ইভিএমে

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপনির্বাচন আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইভিএমের মাধ্যমে এই ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এই ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, ১৬ নম্বর চকবাজার সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে শূন্য আসনে উপনির্বাচনের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। বাছাই হবে ১৪ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৯ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ ৭ অক্টোবর। সকল কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ এই ওয়ার্ডের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে শূন্য হয় এই ওয়ার্ডটি। সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু এই ওয়ার্ড থেকে পরপর ৭ বার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
এই ওয়ার্ডে নির্বাচনী দৌঁড়ে আছেন চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, নগর আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী এনামুল হক দানুর সন্তান নগর যুবলীগের আহ্ববায়ক কমিটির সদস্য কাজী রাজেশ ইমরান, যুবলীগ নেতা নুর মোস্তাফা টিনু, সেলিম রহমান, গতবারের বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হোসেন ফরহাদ, কায়সার আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধকমছে চিনির দাম
পরবর্তী নিবন্ধপ্রেসক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী