চকবাজারে ৩ খুচরা ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ জুন, ২০২১ at ৭:১৬ পূর্বাহ্ণ

নগরীর চকবাজার থানাধীন চক সুপার মার্কেটের সামনে থেকে তিনজন খুচরা ইয়াবা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল নজরুল ইসলাম মানিক (২৬), মিঠুন দাশ প্রকাশ চিকু (৩৫) ও মো. মাহবুব আলম (৩৩)। গত বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এরা চকবাজার এলাকায় ধীর্ঘদিন ধরে খুচরা ইয়াবা বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার মধ্যরাতে চক সুপার মার্কেটে অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅর্থনীতিকে এগিয়ে নিতে এ বাজেট কল্যাণমুখী
পরবর্তী নিবন্ধলোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরামের সভা