চকবাজারস্থ নরসিংহ আঁখেড়া মন্দিরে জগন্নাথ পূজা উদ্যাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন গত ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। পরিষদের প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত সভাপতি প্রান্ত আচার্য্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পূর্ণ চন্দ্র আচার্য্যের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ছিলেন সাতকানিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য্য।
মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন পণ্ডিত রাজ কুমার আচার্য্য। প্রধান অতিথি ছিলেন ইন্দ্রজিৎ মুখার্জি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী রুমকি সেনগুপ্ত প্রমুখ। ২য় অধিবেশনে সকলের সম্মতিক্রমে তিন বছরের জন্য প্রান্ত আচার্য্যকে সভাপতি, পূর্ণ আচার্য্যকে কার্যকরি সভাপতি ও সুজন বলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।