চকবাজারে চাঁদা নিতে বাধা দেওয়ায় শিক্ষার্থীদের ওপর হামলা

প্রতিবাদে বিক্ষোভ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজের দুই শিক্ষার্থীর ওপর চাঁদাবাজদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রোববার বেলা ১১টায় চট্টগ্রাম কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে চকবাজার প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। এসময় অতি দ্রুত চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানায় শিক্ষার্থীরা।

জানা যায়, গত শনিবার রাতে চট্টগ্রাম কলেজ হোস্টেল গেট এলাকায় সাবেক কলেজ ছাত্রলীগ নেতার কয়েকজন অনুসারী কয়েকটি টং দোকান থেকে চাঁদা নিতে গেলে সাধারণ শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এক পর্যায়ে বহিরাগত বেশ কয়েকজন এসে সাধারণ শিক্ষার্থীদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। পরে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে পুলিশ, সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম কলেজ

সমন্বয়ক ইবনে হোসাইন আজাদীকে বলেন, কলেজ সংলগ্ন দোকানে চট্টগ্রাম কলেজের ছাত্রলীগ নেতা সবুজ মল্লিকের অনুসারীরা চাঁদাবাজি করার সময় বাধা দেয় সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা আরও মানুষজন জড়ো করে অতর্কিত হামলা করে শিক্ষার্থীদের ওপর। তিনি বলেন, আজকে আমরা বিক্ষোভ সমাবেশে ঘোষণা দিয়েছি কলেজের আশেপাশে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। এছাড়া কলেজ সংলগ্ন সকল অবৈধ দোকানপাট বন্ধ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে পদ খোয়ালেন বিএনপি নেতা
পরবর্তী নিবন্ধবেক্সিমকো গ্রুপের অর্থ পাচারের অনুসন্ধান শুরু করেছে সিআইডি