চকবাজারে একই মালিকের দোকান ও গুদামে আগুন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৪:০৬ পূর্বাহ্ণ

নগরীর চকবাজারের কাঁচাবাজার এলাকায় মান্নান সুপার মার্কেটে একই মালিকের একটি গুদাম এবং একটি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইসমাইল হোসেন।

তিনি জানান, বুধবার রাত সাড়ে ১২টায় চকবাজারের কাঁচাবাজার এলাকায় আশীষ বৈদ্যের মালিকানাধীন গ্রিন টি স্টোর এবং একটি গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা ১৫ মিনিটের চেষ্টায় রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এসময় প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ এসএসএফ নিরাপত্তা পাবেন না : রিজওয়ানা
পরবর্তী নিবন্ধশিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে প্রাথমিকে বার্ষিক পরীক্ষা