এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. ইরফান নামে একজনকে আটক করেছে চকবাজার থানা পুলিশ। গতকাল মঙ্গলবার পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নবাব সিরাজদ্দৌলা রোডস্থ প্যারেড মাঠের পূর্ব কর্নারে অভিযান চালিয়ে ইরফানকে আটক করা হয়। তার বিরুদ্ধে চকবাজার থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।