ঘোষণার দেড় ঘণ্টা পর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফলাফল ‘পরিবর্তন’

হাটহাজারী উপজেলা

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২২ মে, ২০২৪ at ১০:০৪ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। রাত ১০টার দিকে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। অভিযোগ উঠেছে, বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি ফাতেমা শিল্পী প্রজাপতি প্রতীকের প্রার্থী ২২ হাজার ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বলে ঘোষণা করা হয়। এরপর তার কর্মী সমর্থকেরা বিজয় মিছিলও করেন। ঘোষিত এই ফলাফলে হাঁস প্রতীকের প্রার্থী শারমিন আক্তার ১৬ হাজার ৪শ ৩৫ ভোট পেয়ে বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বলে ঘোষণা করা হয়। কিন্তু রাত সাড়ে ১১টার দিকে সহকারী রিটার্নিং অফিসার স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে ফুটবল প্রতীকের প্রার্থী সাজেদা বেগমকে ৩৩ হাজার ৭১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বলে ঘোষণা করা হয়।

এ ব্যাপারে গতকাল মঙ্গলবার রাত ১২ টা ৫০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা এবিএম মসিউজ্জামান গণমাধ্যমকে জানান, এর আগে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। তার স্বাক্ষরিত ফলাফলেই বেসরকারিভাবে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাম ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় বিবি ফাতেমা শিল্পী আইনের আশ্রয় নেবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র