বাঁশখালীতে সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় পরিচালিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে সিপিপির বাহারছড়া সদস্যদের অংশগ্রহণে দুর্যোগকালীন কি ভাবে সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা দুর্যোগে পতিত হয় এবং কিভাবে উদ্ধার করতে তার মহড়া প্রদর্শন করা হয়। মাঠ মহড়া শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিপির উপ পরিচালক মো. হাফিজ আহম্মদ। সিপিপির সহকারী পরিচালক ও বাঁশখালী উপজেলার দায়িত্বরত কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সিপিপির উপজেলা টিম লিড়ার মো. ছগীর। সিপিপি উপজেলা স্বেচ্ছাসেবক সমন্বয়কারী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুছ, বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চৌধুরী, উপজেলা পিআইও কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি অফিসে দায়িত্বরত মিটু কুমার দাশ, সিপিপির ইউনিয়ন টিম লিড়ার মোস্তাফিজুর রহমান, মমতাজ উদ্দিন চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, ওসমান গনি চৌধুরী, আজিজ ফারুকী প্রমুখ। উল্লেখ্য, বাঁশখালীতে ১০টি ইউনিয়নের ৭১টি ইউনিটে ১ হাজার ৪২০ জন স্বেচ্ছাসেবক রয়েছে।