চট্টগ্রাম আদালতে নগর পুলিশে থাকা প্রসিকিউশন বিভাগের একজন জিআরও (সাধারণ নিবন্ধন কর্মকর্তা) এর প্রকাশ্যে ঘুষের টাকা গ্রহণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় উক্ত জিআরওকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার নাম উপপরিদর্শক (এসআই) মো. শাহীন ভূঁইয়া। তিনি নগরীর থানাগুলোর নারী ও শিশু মামলার জিআরও হিসেবে নগর পুলিশের প্রসিকিউশন বিভাগে কর্মরত ছিলেন। নতুন আদালত ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে বসতেন তিনি। গতকাল সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি গত কোরবানির ঈদের আগের জানিয়ে জিআরও শাহীনকে টাকা প্রদানকারী আইনজীবী তন্ময় বসাক দৈনিক আজাদীকে বলেন, এখন যে বিষয়টি সামনে এসেছে তা একেবারেই অযাচিত। কে বা কারা ভিডিওটি করেছে তাও জানি না। এ বিষয়ে আসলে কিছু বলার নাই। একজন মক্কেলের জামিন হয়েছিল। এ সংক্রান্ত কাজে তিনি জিআরও শাহীনের কাছে গিয়েছিলেন বলেও জানান। এদিকে ৩২ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এসআই শাহীন নিজ কার্যালয়ে চেয়ারে বসে রয়েছেন। এসময় আইনজীবী তন্ময় বসাক মানিব্যাগ বের করে তাকে তিনটি নোট দেন। এরপর তিনি টাকাগুলো গুণে নিজের কাছে রেখে দেন। এ বিষয়ে আদালতে থাকা নগর পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মফিজ উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, ভিডিওটি দেখেছি। আমরা জিআরও শাহীনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেছি। ঘুষ দেওয়া ও নেওয়া দুটিই অপরাধ। আমরা পুরো বিষয়টি তদন্ত করব। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।