ঘুমের পাটে আড়ি

বিপুল বড়ুয়া | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ১০:১১ পূর্বাহ্ণ

খোকার মুখ শুকনো কী

রোদ পড়ে যা ছাতায়

চিক্‌ চিক্‌ চিক্‌ রোদের খেলা

সজনে ডাল পাতায়।

রোদ ঝলমল দুপুর দুপুর

আমজারলের ছায়া

চুপি চুপি দেয় ছড়িয়ে

আহা মধুর মায়া।

বাতাসরোদের কানাকানি

মিষ্টি মধুর ভারি

ভরদুপুরে বাহ কী দেখা

ঘুমের পাটে আড়ি।

ঘুম যাও না ঘুমের দেশে

আমরা হেসে খেলি

রোদের দুপুর ডাকছে দেখে

খোকন তবে এলি।’

পূর্ববর্তী নিবন্ধএই হেমন্তে
পরবর্তী নিবন্ধএলেবেলে ছড়া