ঘুমের ঘোরে চালক, গাছের সাথে পিকআপের ধাক্কা

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১৩ ডিসেম্বর, ২০২১ at ৮:৫২ পূর্বাহ্ণ

বাঁশখালীর শেখেরখীল এলাকা থেকে কাঁচা মাছ ঢাকায় দিয়ে পিকআপসহ ফেরার পথে মীরসরাইয়ে দুর্ঘটনায় চালক মোহাম্মদ হেলাল (৩৫) নিহত হয়েছেন। এ সময় তার হেলপার গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত হেলাল শেখেরখীল ৪নং ওয়ার্ড এলাকার ফজল কাদেরের পুত্র; হেলপার মো. মোস্তফা (৪০) একই এলাকার আব্দুর সালামের পুত্র। কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক এমরান উদ্দিন বলেন, রবিবার ভোরে চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ ফাঁড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় চালক ও হেলপার। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক হেলালকে মৃত ঘোষণা করেন। এ সময় উন্নত চিকিৎসার জন্য হেলপার মোস্তফাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান চিকিৎসক। দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান অংকুর সোসাইটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এ্যাওয়ার্ড লাভ
পরবর্তী নিবন্ধইপিজেড থানা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা