বাঁশখালীর শেখেরখীল এলাকা থেকে কাঁচা মাছ ঢাকায় দিয়ে পিকআপসহ ফেরার পথে মীরসরাইয়ে দুর্ঘটনায় চালক মোহাম্মদ হেলাল (৩৫) নিহত হয়েছেন। এ সময় তার হেলপার গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত হেলাল শেখেরখীল ৪নং ওয়ার্ড এলাকার ফজল কাদেরের পুত্র; হেলপার মো. মোস্তফা (৪০) একই এলাকার আব্দুর সালামের পুত্র। কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক এমরান উদ্দিন বলেন, রবিবার ভোরে চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ ফাঁড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় চালক ও হেলপার। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক হেলালকে মৃত ঘোষণা করেন। এ সময় উন্নত চিকিৎসার জন্য হেলপার মোস্তফাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান চিকিৎসক। দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় বলে জানান তিনি।